চট্টগ্রামে কম নমুনা পরীক্ষায় করোনার কম সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যুহীন এদিনে নগরীর সাতটি ল্যাবের মাত্র চারটিতে নমুনা পরীক্ষা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্ট অনুযায়ী, গতকাল শনিবার ৩৯৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এদের মধ্যে শহরের ১৮ জন এবং গ্রামের ৭ জন। সংক্রমণ হার ৬ দশমিক ৩৩ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ হাজার ২৬৯ জনে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি। এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৮ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭১টি নমুনার মধ্যে ৫ টিতে করোনার ভাইরাস পাওয়া যায়। বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৮ জনের নমুনায় ৭ জন করোনার ভাইরাসবাহক চিহ্নিত হন।
অন্যদিকে নতুন চালু হওয়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে গতকাল ১২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানানো হয়। এছাড়া, চট্টগ্রামের ৩৯টি নমুনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। সেখানে ৩ জন পজিটিভ পাওয়া যায়।
তবে, এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
নমুনা কমে যাওয়া প্রসঙ্গে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ বাসসকে জানান, ‘শুক্রবারে সাধারণত পরীক্ষার জন্য নমুনা কম জমা হয়। শুক্রবারের নমুনা পরীক্ষা করা হয় শনিবার। এছাড়া, করোনা সম্পর্কে মানুষের আগ্রহ ও ভীতি কমে গেছে। জ্বর সর্দি হলে পরীক্ষার পরিবর্তে টেলিমেডিসিনের সুবাদে ডাক্তারের পরামর্শে এন্টিবায়োটিক শুরু করে দেন। অনেকে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পরামর্শ অনুসরণ করে ওষুধ সেবন করছেন।’
সিভিল সার্জন বলেন, ‘মে-জুন মাসের দিকে যেভাবে মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়তেন এখন সেরকম অবস্থা নেই। এতে ভীতি অনেকটা কেটেছে। ফলে করোনার কোনো উপসর্গ দেখা গেলে হাসপাতালেও আসছেন না মানুষ, ঘরেই চিকিৎসা নিচ্ছেন।’
এদিকে, গতকাল সংখ্যার বিচারে রোগী কম হলেও সংক্রমণের হার কমেনি। গত শুক্রবার পরীক্ষায় ৬০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ৬ দশমিক ৭৩ শতাংশ। বৃহস্পতিবার ৬৪ জন করোনাক্রান্ত চিহ্নিত হন। সংক্রমণ হার ৭ দশমিক ৩৭ শতাংশ। বুধবার ১ হাজার ১২৫ জনের নমুনায় ৪৬ জন শনাক্ত হন। সংক্রমণ হার ৪ দশমিক ০৯ শতাংশ। মঙ্গলবার ৭৬ জনের সংক্রমণ ধরা পড়ে, হার ৬ দশমিক ৬৮ শতাংশ। সোমবার ৭৩ জন শনাক্ত হন। হার ৭ দশমিক ৫৫ শতাংশ।
তবে, সারাদেশের ধারাবাহিক সংক্রমণ হারের তুলনায় চট্টগ্রামের হার স্বস্তিদায়ক। শনিবার সারাদেশে ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষায় ১৫৬৭ জন নতুন করোনা আক্রান্ত হন। সংক্রমণের হার ছিল ১১ দশমিক ৯০ শতাংশ।