করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ২২ জন। গতকাল এই সংখ্যা ছিল ৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৮৬১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২২ জন। আগের দিন ৬ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৪ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ২৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪ জন। শনাক্তের হার দশমিক ৩৩ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৭৫ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৭৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৬০৫ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮০ শতাংশ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান