করোনায় মেহেরপুর জেলা বিএমএ সভাপতির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট চিকিৎসক, মেহেরপুর রমেশ ক্লিনিকের মালিক ও মেহেরপুর জেলা বিএমএ সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বুধবার ভোররাত ৩টার দিকে রমেশ চন্দ্র নাথ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রমেশ ক্লিনিকের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, গত ৩০ সেপ্টেম্বর ডা. রমেশ চন্দ্রের শরীরে করোনা শনাক্ত হয়। চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলেও, পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মেহেরপুর জেলা বিএমএএর সভাপতি ছাড়াও মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, মেহেরপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি, মেহেরপুর প্রবীণ হিতৈষী সংঘের সভাপতিসহ বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করছিলেন ডা. রমেশ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেহেরপুর জেলা বিএমএএর সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা স্বাচিপের সভাপতি এমএ বাসার, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্যসহ অনেকে।

মেহেরপুরের সিভিল সাজর্ন ডা. নাসির উদ্দীন জানান, ডা. রমেশ চন্দ্র নাথ চিকিৎসা সেবায় বড় অবদান রেখেছেন। তার মরদেহ আসার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মেহেরপুরে এখন পর্যন্ত ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। সুস্থ হয়েছেন ৫৪৭ জন।