জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্যমতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৫ হাজার ৭৪ জন।
পাশাপাশি এই ভাইরাসে দেশটিতে মোট মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৪১৮ জন।
যুক্তরাষ্ট্রে মারাত্মকভাবে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হলো ক্যালিফোর্নিয়া। সেখানে মোট ৬ লাখ ৪০ হাজার ৭২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফ্লোরিডায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৪ হাজার ৪৭ জন। টেক্সাসে ৫ লাখ ৬৯ হাজার ৩৩১ জন এবং নিউইয়র্কে ৪ লাখ ২৬ হাজার ৫৭১ জন আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্ত এবং মৃত্যুর তালিকায় বিশ্বে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৭৬১ জন। মারা গেছেন ৭ লাখ ৮৬ হাজার ২৫৮ জন।
বিশ্বে গত কয়েক মাস ধরে করোনায় আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। ২৮ জুন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল এক কোটি। পরের ৪৩ দিনে দ্বিগুন হয়েছে।
গতবছরে চীনের উহানে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। দ্রুতই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।