যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরো ৩০৫ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় সময় রোববার রাত সাড়ে আটটা পর্যন্ত (গ্রীনিচ মান সময় সোমবার ০০৩০ টা) এসব মৃত্যু ঘটে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি।
এনিয়ে ১১তম দিনের মতো দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে দৈনিক মৃতের সংখ্যা হাজারের নিচে রয়েছে এবং মধ্য-এপ্রিলের পিক টাইমের পর থেকে তৃতীয়বারের মতো প্রতিদিনের মৃতের সংখ্যা ৪শ’র নিচে নেমে আসতে দেখা যাচ্ছে।
এদিকে বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১৯ হাজার ৯৫৯ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২২ লাখ ৭৮ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে। গত মধ্য এপ্রিলে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যেতে দেখা যায়।
নিউইয়র্ক ও দেশের উত্তরপূর্বাঞ্চলের পরিবর্তে বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তি কেন্দ্রে পরিণত হওয়ায় এ দুই অঞ্চলের প্রায় ২০ অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ফের বৃদ্ধি পাচ্ছে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে নেমে আসতে দেখা গেলেও বিগত কয়েক দিন ধরে এ আক্রান্তের সংখ্যা ফের বেড়ে ৩০ হাজারের কাছাকাছি চলে গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ফের খুলে দেয়ায় এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশব্যাপী বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভের পর দেশটিতে কোভিড-১৯ ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণের আশংকা করা হচ্ছে।
করোনাভাইরাস সংকট দেখা দেয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী সমাবেশ শনিবার রাতে ওকলাহোমায় অনুষ্ঠিত হয়। এতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় এ ধরনের সমাবেশ আয়োজনের সমালোচনা করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান