লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির সাবেক এমপি নুরুল আমিন ভুঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নুরুল আমিন ভুঁইয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সমাজ কল্যাণ সম্পাদক সাহাবউদ্দিন সাবু ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদদক হাসিবুর রহমান শোক জানিয়েছেন।
এছাড়া, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শোক জানিয়েছেন।