কোভিড-১৯ আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৭৯ জন মারা গেছেন, যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যু।এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৬১০ জনে দাঁড়িয়েছে, খবর এপি।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও ৫৫ হাজার ৭২২ জনের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য দিয়েছে সোমবার। এ নিয়ে ভারতে মোট আক্রন্তের সংখ্যা ৭৫ লাখ ছাড়িয়েছে। বিশ্বে মোট রোগী শনাক্তের দিক দিয়ে দেশটি এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে।
সরকারের নিয়োগ করা বিজ্ঞানীদের একটি কমিটি রবিবার জানিয়েছে, মহামারিটি হয়ত এখন ভারতে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মানুষজন যদি মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা মেনে চলে তাহলে রোগটি হয়ত ২০২১ সালের ফেব্রুয়ারি নাগাদ স্বাভাবিক পথে চলে আসবে। ভারতে গত এক মাস ধরে দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা কমে আসছে।
বিজ্ঞানীদের কমিটি বলছে, আসন্ন উৎসবের মৌসুম ও শীতকালে সক্রিয় রোগীর সংখ্যা বাড়লেও দেশটিতে যে এক দিনে রেকর্ড ৯৭ হাজার ৮৯৪ জন শনাক্ত হয়েছিল তা ছাড়িয়ে যাওয়ার আর সম্ভাবনা নেই।