করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ হাজার ১৭০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তে সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজার ৭০৩ জনে দাঁড়িয়েছে। খবর এপির।
এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে কমপক্ষে ১ হাজার ৯৯ জন মারা গেছেন। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ৯৫ হাজার ৫৪২ জন মারা গেলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতে করোনা থেকে ৫০ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন এবং দেশটিতে সুস্থতার হার ৮২ শতাংশ।
বর্তমানে বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতে দ্রুত নতুন রোগী শনাক্ত হচ্ছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটি চলতি সপ্তাহেই মহামারির সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। যেখানে ৭০ লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হবে।
গত বছরের ডিসেম্বরে প্রথমবার চীনে করোনাভাইরাস আক্রান্তের ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ এটিকে মহামারি হিসেবে ঘোষণা করে।