বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখের বেশি মানুষ। তবে মারা গেছেন ২ লাখ সাড়ে ৩৩ হাজার।
মার্কিন গবেষকরা বলছেন, করোনার তাণ্ডব থাকতে পারে অন্তত দুই বছর। যাতে বিশ্বের ৭০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারেন। ভাইরাসটি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার মতো পদক্ষেপ সব দেশকে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আহবান অ্যান্তোনিও গুতেরেস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে দাবি করেন, উহানের ল্যাব থেকে করোনা ছড়ানোর প্রমাণ রয়েছে, তার কাছে। তবে, সেটি প্রকাশ করতে চান না। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এটি কোনো ল্যাব বা মানুষের তৈরি ভাইরাস নয়।
করোনায় আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন। ব্রাজিলে বাড়ছে আক্রান্তের হার। এ পর্যন্ত ৮৫ হাজার আক্রান্তের বিপরীতে মারা গেছেন প্রায় ৬ হাজার।
ব্রিটেনের প্রধানমন্ত্রীর দাবি, সর্বোচ্চ সংক্রমণের সময় পার করেছে যুক্তরাজ্য। নিজ বাসভবন থেকে বেরিয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য হাততালিও দেন তিনি। যা অনুসরণ করেন লন্ডনবাসী। স্পেনে আক্রান্তের হার কমাকে হাততালি দিয়ে স্বাগত জানিয়েছেন, দেশটির হাজারো স্বাস্থ্যকর্মী।
মেক্সিকোতে সরকারি সহায়তার দাবিতে পদযাত্রা করেন স্ট্রিট পারফর্মাররা।