করোনা আক্রান্ত হয়ে ঢাকায় আরো দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট তিনজন পুলিশ সদস্য করোনা যুদ্ধে মারা গেলেন।
নতুন মারা যাওয়া এএসআই আব্দুল খালেক পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম এবং কনস্টেবল আশেক মাহমুদ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
এএসআই আব্দুল খালেক মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ী বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। তিনি আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর রাতে ঢাকা আরামবাগ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) করোনা আক্রান্ত হয়ে মারা যান ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিন। রাজারবাগে জানাজা শেষে কুমিল্লায় বুড়িচংয়ে দাফন কর হয় তাকে।
শেষ খবর পর্যন্ত পুলিশে ৪২০ জন করোনা আক্রান্তের মধ্যে শুধু ডিএমপিতেই ২৪০ জন।