সিঙ্গাপুরে এবং আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত ৬ বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সোমবার, ২৪ ফেব্রুয়ারি দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলছেন, এরইমধ্যে বিশ্বের ২৮টি দেশে ছড়িয়েছে পড়েছে করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ।
অত্যাবশ্যকীয় না হলে বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।
আজকের বাজার/এমএইচ