বিশ্ব মহামারী করোনা আতঙ্কের মধ্যেও খুলনার ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকায় টেক্সটাইল মিলের এক নারী শ্রমিক (৩০) ধর্ষিত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বুধবার রাতের এ ঘটনায় গুটুদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে রেজওয়ান (৩৬) এবং মোস্তফা গাজীর ছেলে আরিফকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরয়িা থানার উপপরিদর্শক রফিক জানান, আসামিদের আদালতে এবং ওই নারী শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।
ভুক্তভোগীর এক স্বজন জানান, মিল বন্ধ থাকায় ওই নারী শ্রমিক কিছু সহায়তার জন্য তাদের বাড়িতে যান। সেখান থেকে গত ৩০ মার্চ বিকালে খুলনার গল্লামারী থেকে ডুমুরিয়ায় নিজ বাসায় যাওয়ার পথে গ্রেপ্তারকৃত দুইজনসহ আরও একজন তাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে। সূত্র - ইউএনবি।
আজকের বাজার / এ.এ