করোনা আতঙ্কে অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা ইরানের পার্লামেন্ট

ইরানে ভয়াবহ রূপ নেয়া প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির পার্লামেন্ট।

শুক্রবার ইরানিয়ান মজলিসের সর্বোচ্চ নিতীনির্ধারক ফোরামের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির স্থানীয় বার্তাসংস্থা ইরনা।

প্রতিবেদনে বলা হয়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত পার্লামেন্ট বন্ধ থাকবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে এখন পর্যন্ত ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

তবে ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি ইরানের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২১০ জন এবং আক্রান্তের সংখ্যা দুই হাজারেরও বেশি। যা কিনা দেশটির প্রকাশিত সংখ্যার প্রায় ছয়গুণ।

এরইমধ্যে ইরানের ভাইস প্রেসিডেন্ট ও একজন মন্ত্রীসহ মোট সাতজন শীর্ষ সরকারি কর্মকর্তা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

আজকের বাজার/এমএইচ