আইনসোলেশন ওয়ার্ড চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যুর পর তার দেহ নিতে অস্বীকার করেছে পরিবার। এ ঘটনা ঘটেছে ভারতের কলকাতায়। খবর আনন্দবাজার।
জানা যায়, ৬২ বছরের ওই নারী উত্তর ২৪ পরগণার বাসিন্দা। রবিবার রাতে কলকাতা মেডিকেল কলেজের মহিলাদের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে ওই নারীর মধ্যে করোনা আক্রান্তের বিভিন্ন ধরনের উপসর্গ নজরে আসে চিকিৎসকদের। স্থানান্তরিত করা হয় সুপার স্পেশালিটি ব্লকের আইসোলেশন ওয়ার্ডে। সেখানেই সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
ওই রোগী মারা যাওয়ার পর শুরু হয় হুলুস্থুল। কারণ মৃতার পরিবার তাঁর দেহ নিতে অস্বীকার করে। তাঁদের দাবি, মৃতা করোনায় আক্রান্ত।
হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি ভাবে এ ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে করেনি।