বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে প্রতিবেশী দেশ ভারতে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড দেখার পরেরদিন কোভিড-১৯ এ নতুন করে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা কমেছে। মঙ্গলবার দেশটিতে মৃত্যুবরণ করেছেন ১২৭ জন। মোট মৃত্যু বেড়ে এক হাজার ৬৯৫ জনে দাঁড়াল। এর আগে সোমবার একদিনে রেকর্ড ১৭৫ জন মৃত্যুবরণ করেন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে কোভিড-১৯ এ নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৬৩ জন। সোমবার একদিনে আক্রান্ত হয়েছিল রেকর্ড ৩৯৩২ জন।
ভারতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৪৩৬ জনে। অন্যদিকে, মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৮৩জন। করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউন ৪ মের পর থেকে আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ অনুযায়ী এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। খবর বাসস
আজকের বাজার/আখনূর রহমান