করোনা ডেডিকেটেড ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমসি) ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন করোনা পজিটিভ ছিল এবং পাঁচ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
বিএসএমএমসি পরিচালক ডা. মো. সাইফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে হাসপাতালে ২৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৩জন, সুস্থ হয়েছে ৩৭ জন।
তিনি বলেন, ‘দূর-দূরান্ত থেকে যে রোগী আসে তাদের শারীরিক অবস্থা ভাল থাকে না। যে কারণে মৃত্যুর হার তাদের মধ্যেই বেশি। আমরা আমাদের চিকিৎসক ও জনবল নিয়ে এই মহামারির সময়ে চেষ্টা করে যাচ্ছি সঠিক সেবা দেওয়ার।’
ফরিদপুরর সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭২ জনের নমুনা পরীক্ষার করে করোনা শনাক্ত হয়েছে ১৭২ জনের। আক্রান্তের হার ৩৪.৯৫ শতাংশ।
ফরিদপুরে এ পর্যন্ত ১৯ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত শুধু করোনায় ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় মৃত্যুর হার ২.৩৩ এবং আক্রান্তের হার ২৫.৬৬ শতাংশ । খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান