গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে ২০৬ জনের মৃত্যু হলো।
এছাড়া একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। যার মাধ্যমে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ১৩৪ জনে।
শুক্রবার (০৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (০৭ মে) তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়। ওই সময়ে নতুন করে আক্রান্ত হন ৭০৬ জন।