করোনা চিকিৎসায় অংশ না নেয়ায় কুয়েত-মৈত্রীর ৬ চিকিৎসক বরখাস্ত

কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয় চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, করোনা চিকিৎসায় অংশ নিতে অপারগতা প্রকাশ করেছেন তারা।

আজ স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাদের সরকারি কর্মচারি বিধিমালা ২০১৮’র ১২ ধারা মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া ডাক্তাররা হলেন- ডা. হীরম্ব চন্দ্র রায় (জুনিয়র কনসালটেন্ট, এ্যানেস:), ডা. ফারহানা হাসনাত (মেডিকেল অফিসার), ডা. উর্মি পারভিন (মেডিকেল অফিসার), ডা. কাওসারউল্লাহ (মেডিকেল অফিসার), ডা. শারমিন হোসেন (জুনিয়র কনসালটেন্ট, গাইনী), ডা. মুহাম্মদ ফজলুল হক (আবাসিক চিকিৎসক)।

আদেশে বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে, এই চিকিৎসকদের কেউ কেউ অনুপস্থিত আছেন আর কেউ কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করেছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা চিকিৎসা নিয়ে যেসব ডাক্তার ও হাসপাতাল হেলাফেলা করছে তাদের তালিকা করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন।