করোনাভাইরাসের চিকিৎসা ও রোগী আনা-নেয়ার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।
বৃহস্পতিবার সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের হাতে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।
অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণের সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাভারের গণ্যমাণ্য ব্যক্তিরা।
এসময় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরকে কৃতজ্ঞতা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র – ইউএনবি।
আজকের বাজার / এ.এ