করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু করেছে স্বশস্ত্র বাহিনী হাসপাতাল-সিএমএইচ। মঙ্গলবার থেকে প্লাজমা সংগ্রহ ও চিকিৎসা দেয়া শুরু হয়েছে।
কর্মকর্তারা জানান, করোনা থেকে সুস্থ হওয়া যে কেউ প্লাজমা দান করতে পারবেন। স্বশস্ত্র বাহিনীর করোনা আক্রান্ত সদস্যদের চিকিৎসায় তা ব্যবহার করা হবে। তারা বলেন, শতকরা ৩০ভাগ সফলতার নজির রয়েছে প্লাজমা থেরাপিতে। তাই মুমূর্ষ রোগীকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করতে চান তারা। মঙ্গলবার সেনাবাহিনীর কয়েকজন চিকিৎসক প্লাজমা দান করেন।
তারা বলেন, করোনাকে ভয় না পেয়ে সচেতন হতে হবে। একে অন্যের সহায়তায় এগিয়ে আসতে হবে। এ প্রক্রিয়ায় একজনের শরীর থেকে ৪০০ থেকে ৬০০ মিলি প্লাজমা সংগ্রহ করা যায়। রক্ত কনিকা পূনরায় দাতার শরীরে প্রবেশ করানো হয়।