বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার পর করোনাভাইরাস টিকা দেশের সীমানা নির্বিশেষে গণমানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করার ওপর বুধবার জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) উচ্চ পর্যায়ের বৈঠকের সপ্তাহের আগে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
গুতেরেস উল্লেখ করেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এবং এ রোগে মৃতের সংখ্যা শিগগিরই ১০ লাখে পৌঁছে যাবে।
অনেকে টিকার ওপর আশা করে আছেন জানিয়ে তিনি বলেন, এটা পরিষ্কার যে মহামারিতে কোনো সর্বরোগের ওষুধ নেই।
‘শুধুমাত্র একটি টিকা এ সংকট সমাধান করতে পারবে না, অবশ্যই নিকটবর্তী সময়ে নয়,’ উল্লেখ করে জাতিসংঘ প্রধান জোর দিয়ে বলেন, ‘আমাদের নতুন এবং বিদ্যমান উপায়গুলোকে ব্যাপক আকারে প্রসারিত করতে হবে যা নতুনভাবে আক্রান্ত রোধ করবে এবং সংক্রমণ দমন ও জীবন বাঁচাতে অতি গুরুত্বপূর্ণ চিকিৎসা সরবরাহ করবে, বিশেষত পরবর্তী ১২ মাস ধরে।’
তিনি বলেন, ভাইরাসটি যেহেতু কোনো সীমানা মানেনি তাই টিকাকে অবশ্যই বৈশ্বিক জনগণের সম্পদ হিসেবে দেখতে হবে এবং তাকে সবার জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করতে হবে। তবে এ জন্য অর্থায়নে দরকার বিস্ময়কর পদক্ষেপ।