ঠাকুরগাঁওয়ে আরও আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৯৬ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর উপজেলাতেই নতুন করে মোট আটজনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে সদরে ৫৬৭, হরিপুরে ৯৪, পীরগঞ্জে ৯৭, রানীশংকৈলে ১৩০ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ২০৮ জনের করোনা শনাক্ত হলো।
জেলায় মোট শনাক্তের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের এবং সুস্থ হয়েছেন ৭৬১ জন।
সিভিল সার্জন আরও জানান, এখন পর্যন্ত জেলার ৫৯৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৯৪টি নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে।