হ্যান্ডশেক করলে করোনা ভাইরাস হতে পারে এই শঙ্কায় পা দিয়ে অভিবাদন জানাতে দেখা গেছে চীনে। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।
মারিনা রুদিয়াক নামের এক নারী এই ভিডিওটি পোস্ট করেছেন টুইটারে। যেখানে দেখা যাচ্ছে, মাস্ক পরিহিত এক চীনা ব্যক্তি প্রাইভেটকার থেকে নামছেন। তিনি নামার পর এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। ওই ব্যক্তি কার থেকে নামা ব্যক্তির কাছে আসতেই হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু গাড়ির ওই ব্যক্তি হাত না বাড়িয়ে নিজের পা বাড়িয়ে দেন। পরে তারা পায়ের সঙ্গে পা স্পর্শ করে অভিবাদন জানান। এভাবে ওই পথে তার সঙ্গে যত ব্যক্তির দেখা হয়, সবার সঙ্গেই তিনি একইভাবে পা বাড়িয়ে দেন। ভিডিওটিতে ক্যাপশনে লেখা, কী করতে হবে যদি করমর্দন না করা যায়?
What to do if you can't shake hands? #coronavirus #creativity #china pic.twitter.com/MZ5aginwdD
— Marina Rudyak 卢玛丽 (@RudyakMarina) February 28, 2020
তবে ভিডিওটি চীনের কোন জায়গা থেকে নেয়া সেটি নিশ্চিত না হলেও উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি বলে নেটিজেনরা অভিনব এই অভিবাদনের নাম দিয়েছেন ‘উহান শেক’।
আজকের বাজার/এ.এ