দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সোমবার (২৩ মার্চ) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ব্রিফিংয়ে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার জানান, এ পর্যন্ত কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে, মোট ৬২০ জনকে, গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে, ৫৬ জনকে। মোট আক্রান্তের সংখ্যা ৩৩। নতুন আক্রান্তের সংখ্যা ৬। মোট মৃতের সংখ্যা ৩ এবং সুস্থ হয়েছেন ৫ জন।
নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দু’জন স্বাস্থ্যকর্মী বলেও জানিয়েছেন তিনি।
আজকের বাজার / এ.এ