অষ্ট্রিয়া সরকার শনিবার করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে।
করোনার দ্বিতীয় দফার সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে স্কুল, কলেজসহ অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ রাখা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন, মঙ্গলবার থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত নতুন লকডাউন আসছে।
এর আগে দ’ুসপ্তাহের আংশিক লকডাউন দেয়া হলেও করোনা নিয়ন্ত্রণে তা খুব একটা কার্যকর হয়নি।
নতুন পদক্ষেপে খাদ্য দোকানসহ অতি প্রয়োজনীয় কিছু দোকানপাট, ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে।
প্রাইমারি ও মাধ্যমিক স্কুলসমূহ দূর শিক্ষণ পদ্ধতিতে কাজ করবে। সিনিয়র স্কুল ও বিশ^বিদ্যালয়গুলো ইতোমধ্যে এ পদ্ধতিতেই তাদের পাঠদান অব্যাহত রেখেছে।
দেশটিতে প্রতিদিনের করোনা সংক্রমণ উধর্বমুখী। শুক্রবার ২৪ ঘন্টায় ১০ হাজার লোক এবং শনিবার আরো ৭ হাজার লোক করোনায় সংক্রমিত হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে।
অষ্ট্রিয়ায় করোনায় ১৭শ’ লোক মারা গেছে।