করোনাভাইরাসের উৎস নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান প্রত্যাখান করেছে চীন। চীনের শীর্ষ কূটনীতিক চেন ওয়েন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এমনটি জানান।
বিবিসিকে চেন ওয়েন বলেন, এই দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এতে করোনা মহামারির বিরুদ্ধে যুদ্ধে চীনের মনযোগ সরে যাবে।
যদিও যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয় ইউনিয়ন দাবি করছে করোনা নিয়ে বিশ্বে ভুল তথ্য দিচ্ছে চীন।
এদিকে করোনা ভাইরাস নিয়ে অবহেলার অভিযোগে চীন সরকারের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্য কর্তৃপক্ষ।
অপরদিকে চীন জানায়, উহানের একটি সামুদ্রিক খাবারে বাজার থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস।
গত ২৪ ঘণ্টায় নোভেল করোনাভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরও সাড়ে ছয় হাজার মানুষের। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো এক লাখ ৯৭ হাজার। শুক্রবার, নতুন করে আক্রান্ত হয়েছেন, রেকর্ড এক লাখ আট হাজার মানুষ। মোট আক্রান্ত ২৮ লাখের বেশি।