কানেকটিভিটি ও সমিল্লিত উদ্যোগের মাধ্যমে করোনা পরবর্তীতে টেকসই পুনরুদ্ধারে কমনওয়েলথের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন।
ড. মোমেন ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কমনওয়েলথের ভাষণের কথা স্মরণ করেন এবং বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে কমনওয়েলথ সংহতির আহ্বান জানান।
বুধবার লন্ডনে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমন ওয়েলথভুক্ত দেশুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকে পররাষ্টমন্ত্রী এ আহ্বান জানান।
বৈঠকে চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়া ক্লাইমেট ভ্যালেনারেবল ফোরামের (সিভিএফ) ইভেন্টের বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেন।
তিনি কোভিড পরবর্তী সবুজ পুনরুদ্ধার এবং জলবায়ুর জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর আহ্বান পুনব্যক্ত করে বলেন, আগামী ৩০ মধ্য রাত পর্যন্ত জলবায়ু জরুরি পরিস্থিতি মোকাবিলায় উচ্চ এবং উচ্চাকাঙ্ক্ষী এনডিসি প্যারিস লক্ষ্য জমা দেয়ার শেষ সীমা।
ড. মোমেন সিভিএফ প্রেসিডেন্সির অধীনে যুক্তরাজ্য, কমনওয়েলথ চেয়ার-ইন-অফিস এবং কপ-২৬ প্রেসিডেন্সি এবং বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি সহযোগী ব্যবস্থারও প্রস্তাব দিয়েছেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের গভর্নর সাইদা মুনা তাসনিমও বৈঠকে অংশ নিয়েছিলেন।