পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং তাঁর সরকার কিভাবে এই প্রাণঘাতী রোগটি মোকাবেলা করছে সে বিষয়ে জানতে চান।’
প্রেস সচিব বলেন, দুই নেতার মধ্যে ১৫ মিনিটের ফোনালাপে বাংলাদেশের প্রধানমন্ত্রী করোনা রোগীদের চিকিৎসায় তার সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং রোগটির চিকিৎসার ব্যাপারে বিস্তারিত বর্নণা করেন।
করিম বলেন, এ সময় ইমরান খান বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা সে সম্পর্কেও তাকে জানান। তিনি আরো বলেন, আলোচনার শুরুতে দুই নেতা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান