বিএনপি সোমবার অভিযোগ করে বলেছে, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হয়ে ‘উদ্ধত’ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার পরিস্থিতি মোকাবিলায় এবং জনগণের আশা বাড়াতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা একের পর এক বেপরোয়া সিদ্ধান্ত নিচ্ছে যা দেশের সর্বত্রই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে সহায়তা করছে।’
বিএনপির বিমানবন্দর থানা শাখা এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের আয়োজনে নগরীর দক্ষিণ খান এলাকায় দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
শ্রমিকদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করে তৈরি পোশাক কারখানাগুলো আবার চালুর অনুমতি দেয়ায় সরকারের সামলোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘সাভার, আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জের পোশাক কারখানার কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হওয়ায় তারা এখন আরও বেশি এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।’
তিনি বলেন, তাদের দল সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে যথাযথ সিদ্ধান্ত নেয়ার জন্য বারবার আহ্বান জানালেও তারা তাতে মনোযোগ দিচ্ছে না।
ফখরুল বলেন, ‘আমরা এ খারাপ সময়ে সরকারের সমালোচনা করতে চাই না, তবে আমরা শুধু সরকারের ত্রুটিগুলো তুলে ধরতে চাই। আমরা মনে করি সরকারের উচিত সকলকে ঐক্যবদ্ধ করে যৌথ প্রচেষ্টায় এ বিপর্যয়ের মোকাবিলা করা।’
অভিযোগ করে তিনি বলেন, যদিও মানুষ মারাত্মক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সরকার তাদের ভোগান্তি ও বাধা অতিক্রম করার সঠিক পথ প্রদর্শন করতে পারছে না।সূত্র:ইউএনবি