করোনা পরীক্ষায় রাজশাহীতে দ্বিতীয় ল্যাব চালু

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে চালু হয়েছে আরেকটি ল্যাব।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ল্যাবটি স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ৪০টি নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের কাছে থাকা একটি পিসিআর মেশিন দিয়ে ল্যাবটি চালু করা হয়েছে। বেশ কয়েক দিন আগে এটি প্রস্তুত করা হলেও কিছু জটিলতার কারণে চালু করা যাচ্ছিল না। অবশেষে তা চালু করা সম্ভব হয়েছে। এখন প্রতিদিন সেখানে করোনার নমুনা পরীক্ষা হবে।

তিনি আরও জানান, নতুন এ ল্যাবেও এক সাথে ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব। বর্তমান পরিস্থিতিতে দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করার পরিকল্পনা তাদের রয়েছে।

এর আগে ১ এপ্রিল রামেকের ভাইরোলজি বিভাগে প্রথম করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করা হয়।