করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে হংকং-এ নামিয়ে দেয়ার প্রেক্ষিতে সাড়ে তিন হাজার আরোহির একটি প্রমোদ তরী মঙ্গলবার পরীক্ষার জন্য পৃথক রেখেছে জাপান। টেলিভিশন ফুটেজে দেখা যায়, ওকোহামা বন্দরে সোমবার সন্ধ্যায় ডায়ামন্ড প্রিন্সেস ক্রুস জাহাজটির আড়াই হাজার যাত্রী ও এক হাজার ক্রুর স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশ কজন কর্মকর্তাকে জাহাজটিতে প্রবেশ করছে। হংকং-এ ২৫ জানুয়ারি ৮০ বছরের এক যাত্রী মারাত্মকভাবে ভাইরাস আক্রান্ত সনাক্ত হওয়ায় তাকে জাহাজ থেকে নামিয়ে দেয়া হয়।
জাপান সরকারের প্রধান মুখপাত্র ওশহহিদে সুগা সোমবার জানান, কর্তৃপক্ষ জাহাজটিকে পৃথক রেখেছে, সেটি নির্ধারিত সময়ের একদিন আগে ওকোহামা উপসাগরে পৌঁছায়। জাহাজে মাকে নিয়ে ২০ বছর বয়সী এক নারী যাত্রী বেসরকারি সম্প্রচার সংস্থা টিবিএস-কে মঙ্গলবার জানায়,‘সকল যাত্রীকে ভাইরাস পরীক্ষার জন্য তাদের কক্ষে অপেক্ষা করতে বলা হয়েছে।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান