স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার বলেছেন, শিগগিরই করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দৈনিক ১৫ হাজারে উন্নীত করা হবে।
মন্ত্রী বলেন, ‘করোনার নমুনা পরীক্ষার সংখ্যা গত এক মাসে বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে আমরা বেশি সংখ্যক আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করতে পারছি। যত বেশি আক্রান্ত মানুষ চিহ্নিত হবে তত আক্রান্তের ঝুঁকিও কমবে। নমুনা পরীক্ষা খুব শিগগিরই ১০ হাজার এবং এরপর তা ১৫ হাজারে নিয়ে যাওয়া হবে। এর জন্য সরকারের হাতে পর্যাপ্ত কিটও মজুদ রয়েছে।’
দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের সম্মেলন কক্ষে নবনিযুক্ত পাঁচ হাজার নার্সের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থমন্ত্রী বলেন, করোনাভাইরাসের শুরু থেকেই মানুষের চিকিৎসার জন্য সরকার জোরালো প্রস্তুতি নিয়েছিল। হাসপাতালের বেড বৃদ্ধি, পিপিই মজুদ বৃদ্ধি করাসহ এখন প্রতিদিনই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
‘জরুরি কাজ ছাড়াও সাধারণ মানুষজন অহেতুক বাইরে বের হচ্ছেন। মানুষের জীবিকার তাগিদে সরকারকেও সীমিত পরিসরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা খুলে দিতে হয়েছে। এসব কারণে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তবে এ বৃদ্ধি দেশে খুব বেশি ক্ষতিকর কিছু হবে না। সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে বলেই আজ বিশ্বের আক্রান্ত অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম,’ বলেন তিনি।
নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যখাতের অন্য কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা দুর্বলতা রয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘নতুন ৫ হাজার ৫৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান উল্লেখ করার মতো। প্রধানমন্ত্রীর কাছে ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের বিষয়টি তুলে ধরার সাথে সাথেই তিনি এ বিষয়ে অনুমোদন দেন। তাই নবনিযুক্ত নার্সদের প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো উচিত এবং কোভিড-১৯ রোগীদের সেবায় বিশেষ দরদ দিয়ে কাজ করা উচিত।’
প্রধানমন্ত্রীর কাছ থেকে আরও ১৫ হাজার নার্স, মিডওয়াইফারি ও টেকনোলজিস্ট নিয়োগের অনুমোদন পাওয়া গেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।