প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সরকারি স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা ত্রাণ তহবিলে ২৫ মিলিয়ন লংকান রুপি দিলো অনুদান দিলো শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে এসএলসি জানায়, ‘কোভিড-১৯ স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা তহবিলে ২৫ মিলিয়ন লংকান রুপি অনুদান দিয়েছে ক্রিকেট বোর্ড। দেশটির রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকশের হাতে এসএলসি প্রধান শাম্মি সিলভা, জাতীয় টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক দিমুথ করুনারাতেœ এবং টি-২০ দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা উপস্থিত থেকে অনুদানের চেক তুলে দেন।’
পরবর্তীতে দেশটির রাষ্ট্রপতি রাজাপাকশে বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে সকলকেই এগিয়ে আসতে হবে এবং দেশের জনগনকে সচেতন হতে হবে।’
করোনাভাইরাসের কারনে গেল মাসে দেশের মাটিতে ইংল্যান্ডে বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করে শ্রীলংকা।
দেশটিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। মারা গেছে ৭ জন।