করোনাভাইরাসের কারণে ম্যাচে বদলি ফুটবলারের নিয়মে পরিবর্তন এনেছে ফিফা। তিন জনের পরিবর্তে এখন প্রতি ম্যাচে ৫ জন ফুটবলার বদলি হিসেবে নামানোর সুযোগ থাকছে।
ফিফার আইন প্রণেতা সংস্থা দ্যা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অস্থায়ীভাবে এই আইন পাশ করেছে। চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই আইন। যার ফলে দ্রুত ফুটবল মৌসুম শেষ করার লড়াইয়ে প্রতিটি ক্লাব ৫ জন করে ফুটবলার বদলি হিসেবে নামাতে পারবে।
তবে প্রথমার্ধে সর্বোচ্চ তিনজন ফুটবলার বদলি করা যাবে। এই সিদ্ধান্ত নেয়ার পেছনের কারণ ফুটবলারদের ইনজুরি মুক্ত রাখা বলছে ফিফা। লিগ শুরু হলে মৌসুম শেষ করতে সর্বোচ্চ দুই মাস সময় পাবে ইউরোপের ক্লাব গুলো। প্রতি সপ্তাহে তাই দ্বিগুন ম্যাচ খেলতে হবে ফুটবলারদের। তাই থাকবে বাড়তি ইনুজরির শঙ্কাও।