করোনাভাইরাসে লাখের কাছাকাছি পৌঁছালো মৃতের সংখ্যা; আক্রান্ত ১৬ লাখের বেশি। এখন প্রতিদিন গড়ে সংক্রমিত হচ্ছেন প্রায় এক লাখ মানুষ।
গেলো ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে প্রায় দু’হাজার মানুষের; দেশটিতে নতুন করে সাড়ে ৩৩ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী ভাইরাস।
করোনার আরেক হটস্পট ফ্রান্সে বৃহস্পতিবারও মারা গেছে ১৩শ’র বেশি মানুষ; নতুন সংক্রমণ ৫ হাজারের কাছাকাছি।
এদিকে, প্রাণহানিতে নতুন রেকর্ড হয়েছে ব্রিটেনে, একদিনেই ৯শ’র কাছাকাছি মৃত্যুর খবর জানালো লন্ডন। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে স্পেন ও ইতালিতে।
সব মিলিয়ে বৃহস্পতিবার মহামারিতে ৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারান; নতুন আক্রান্ত হয়েছেন ৮৫ হাজারের কাছাকাছি।