করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সৌদি আরবে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর এবং পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
দেশটির পূর্ব কাতিফ রাজ্যে করোনাভাইরাস ধরা পড়ার পর সেখানে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার একদিন পর এই সিদ্ধান্ত এলো।
সৌদি আরবে এখন পর্যন্ত ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিত করতে ভার্চুয়াল শিক্ষা কর্মসূচি সক্রিয় করা হবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার