করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের খবরে স্বস্তি টোকিও অলিম্পিক আয়োজকদের

করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের খবরে স্বস্তি প্রকাশ করেছে টোকিও অলিম্পিক আয়োজকরা। তবে তরপরও ‘জৈব সুরক্ষায়’ গেমস আয়োজনের পরিকল্পনা অব্যাহত থাকবে বলে মঙ্গলবার জানিয়েছে তারা।
অলিম্পিক কর্মকর্তরা প্রতিনিয়তই বলে আসছেন যে গেম আয়োজনের পুর্ব শর্ত কোন অবস্থাতেই করোনা ভ্যাকসিন নয়। এক বছর বিলম্বে এখন ২০২১ সালের জুলাইয়ে শুরু হবে এই গেমস।
তবে আয়োজকরা মনে করেন একটি সফল প্রচেস্টা গেম আয়োজনের কাজকে উল্লেখযোগ্যভাবে সহজ করে তুলবে। ভ্যাকসিনের ট্রায়াল ৯০ শতাংশ সফল হওয়াকে অভিনন্দন জানিয়েছেন তারা।
টোকিও ২০২০ গেমস ডেলিভারি অফিসার হিদেমাসা নাকামুরা সাংবাদিকদের বলেন,‘ আয়োজক কমিটি সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। আমিও ভ্যাকসিনের খবরটি শুনেছি। এতে আপনি যেমনটা ইতিবাচক ও স্বস্তি বোধ করছেন, তেমনটাই অনুভব করছে আয়োজক কমিটি।’
তবে তিনি বলেন,‘ এই মুহুর্তে আমরা যা করছি তা হচ্ছে ভ্যাকসিনের কথা ভাবছি না। কারণ আমরা এখনো ভ্যাকসিন পাইনি। তবে পরীক্ষা, সামাজিক দূরত্ব ও অ্যাথলেট ও অন্যান্য অংশীজনের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রতি মনোযোগ দিচ্ছি।
আমার মনে হয় গেমসকে নিরাপদ করতে আমাদেরকে এটিই করতে হবে।’