মহামারি করোনা ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে ইতালিকে ছাড়িয়ে মেক্সিকো রোববার বিশ্বের চতুর্থ সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। মেক্সিকোর স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানান এবং বিশ্বের বিভিন্ন দেশের বরাত দিয়ে করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
প্রেসিডেন্টের দপ্তরের টুইটার একাউন্টে দেয়া বার্তায় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ‘মেক্সিকোতে কোভিড-১৯ ভাইরাসে ২ লাখ ৯৯ হাজার ৭৫০ জন আক্রান্ত হয়েছে এবং ৩৫ হাজার ৬ জন প্রাণ হারিয়েছে।’
ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে ৩৪ হাজার ৯৫৪ জনের মৃত্যু হয়েছে।