করোনা ভাইরাসের প্রাকৃতিক উৎসের কথা পুনর্ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।
কোভিড-১৯ নিয়ে শুক্রবার এক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, করোনা ভাইরাস প্রাকৃতিকভাবেই এসেছে।
তিনি বলেন, ডব্লিওএইচও বিজ্ঞান ও প্রমাণে বিশ্বাস করে। এ কারণে আমরা বিজ্ঞান, সমাধান ও সংহতির কথা বলছি।
উল্লেখ্য, বিভিন্ন গবেষণায় দেখা গেছে করোনা ভাইরাস কিংবা সার্স কোভিড-২ প্রাকৃতিকভাবেই এসেছে। এটি কোন প্রতিষ্ঠান তৈরি করেনি।