করোনা মহামারিতে নাজেহাল যুক্তরাষ্ট্র, মৃত্যু লাখ ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতেও থেমে নেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলা।
শনিবার তিনি হোয়াইট হাউজ থেকে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে যান। সেখানে বেশ কিছু সময় কাটিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গলফ খেলার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে সাদা পোশাক ও মাথায় ক্যাপ দিয়ে গলফ খেলতে দেখা যায় ট্রাম্পকে। তবে খেলার সময় মাস্ক পড়েননি তিনি। এমনকি তার সঙ্গে থাকা লোকজনের মুখেও ছিলনা কোন মাস্ক।
গত মার্চের পর থেকে প্রথমবারের মতো গলফ ক্লাবে গেলেন তিনি। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও অর্থনীতি সচল রাখতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে রাজ্যগুলোতে শিথিল করা হয়েছে লকডাউন।