সিএমএইচ-এ চিকিৎসাধীন এটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা মুক্ত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।
এটর্নি জেনারেল মাহবুবে আলমের জামাতা সুপ্রিমকোর্টের এডভোকেট শেখ মো. রিয়াজুল হক বাসস’কে আজ এ কথা জানান।
তিনি বলেন, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে শুক্রবার ভোরে তাকে আইসিইউ’তে নেয়া হয়। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এখনো নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে। তিনি শারিরীক দূর্বলতা বোধ করছেন।
পরিবারের পক্ষ থেকে এটর্নি জেনারেলের পূর্ণ সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছেন তার জামাতা এডভোকেট শেখ রিয়াজুল হক।
ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বাসস’কে জানান, হাসাপাতালে অবস্থানরত এটর্নি জেনারেলের স্বজনদের কাছ থেকে ওনার স্বাস্থ্যের খবর নিয়মিত রাখছি।
গত ৩ সেপ্টেম্বর রাতে এটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। শুক্রবার ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচ-এ ভর্তি হন।