দীর্ঘ ১৯ দিনের চিকিৎসা শেষে করোনাভাইরাস মুক্ত হয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। সুস্থ হয়ে তিনি আজ রবিবার হাসপাতাল ত্যগ করেন।
গত ১৮ জুন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এর আগে অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়।
পরে করোনা শনাক্ত হওয়ার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।
ওখানে চিকিৎসা শেষে গত ৩ জুন ফলোআপ করোনা পরীক্ষায় বদির করোনা নেগেটিভ আসে। এ ব্যাপারে জানতে চাইলে সাবেক সাংসদ আবদুর রহমান বদি জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বর্তমানে ঢাকার বাসায় বিশ্রামে আছেন।