ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বেড়ে যাওয়া করোনা সংক্রমণ মোকাবেলায় দেশজুড়ে স্কুল বন্ধ এবং সীমিত লকডাউনের ঘোষণা দিয়েছেন।
এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় নেয়া তার বিতর্কিত কৌশলও সমর্থন করেন।
সম্প্রতি ৪৩ বছর বয়সী এ নেতা তার নেয়া পদক্ষেপের কারণে বিরোধী রাজনীতিকসহ স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েন।
জানুয়ারির শেষ নাগাদ ম্যাখোঁ তার বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে তৃতীয় লকডাউন না দেয়ার সিদ্ধান্ত নেন।
বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ম্যাখোঁ দেশজুড়ে স্কুল বন্ধ, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি এবং অদরকারি দোকানপাট বন্ধ রাখার নির্দেশ জারি করেন।
তবে তিনি লোকজনের ঘরে থাকা কিংবা সামাজিক মেলামেশার ওপর কোন নিষেধাজ্ঞা জারি করেননি।
তিনি বলেন, চলতি বছরের শুরুর দিকে করোনা মোকাবেলায় আমরা যে পদক্ষেপসমূহ নিয়েছি তা আমাদেরকে স্থবির করে দেয়নি।
তিনি আরো বলেন, জানুয়ারিতে লকডাউন দেয়া হয়নি মানে আমরা কয়েক সপ্তাহের মূল্যবান স্বাধীনতা পেয়েছি। মহামারিতে নিয়ন্ত্রণ না হারিয়ে আমরা লাখ লাখ শ্রমিককে জলের ওপর মাথা তুলে রাখার সুযোগ দিতে পেরেছি।
উল্লেখ্য, বুধবার দেশটিতে নতুন করে ৫৩ হাজারেরও বেশি লোকের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয়। এ সংখ্যা চলতি বছরের শুরুর দিকের চেয়ে প্রায় দ্বিগুণ।
এছাড়া নতুন করে মারা গেছে ৩০৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৬৬৭ জন।
এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের আগে ফ্রেঞ্চ হসপিটাল ফেডারেশন (এফএইচএফ) ম্যাখোঁর প্রতি অবিলম্বে কঠোর লকডাউন দেয়ার আহ্বান জানিয়েছিল।