করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী (পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক) লর্ড আহমেদ অব উইম্বলডন শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাধ্যমে বাংলাদেশকে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক ইউকে প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি লর্ড আহমেদ শনিবার সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ সহায়তার প্রস্তাব দেন।’
কথোপকথনের সময় প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারা সম্প্রতি করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী তাদের দ্রুত সুস্থতা কামনা করেন বলে প্রেস সচিব জানান। শেখ হাসিনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে যুক্তরাজ্য সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী কোভিড-১৯ মোকাবিলায় তার সরকারের নেয়া পদক্ষেপের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন,‘আমরা এ বিষয়ে যুক্তরাজ্যের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।’সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান