জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, কোভিড-১৯ মহামারি বৈশ্বিক সংহতি ও বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে এবং এটিকে মৌলিক পরিবর্তনের সুযোগে পরিণত করতে হবে।
ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কোভিড-১৯ সংকট মানব সংহতির প্রয়োজনীয়তা আমাদের সামনে তুলে ধরেছে এবং যে হুমকি সকলের জন্য তা আমরা সকলে মিলেই সমাধান করতে পারি।’
শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ফোরামে এসব কথা বলেন জাতিসংঘ প্রধান।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বিশ্বব্যাপী লাখ লাখ ক্ষুধার্ত মানুষের জীবন রক্ষার কাজের জন্য আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পরদিনই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।