ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, অন্যান্য দেশের তুলনায় বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর করোনাভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইরানের পরিসংখ্যান প্রমাণিত হয়েছে যে তার দেশ এ ক্ষেত্রে সফল হয়েছে।
প্রেসিডেন্ট রুহানি আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরানের ইলাম প্রদেশে জ্বালানি এবং কৃষি বিষয়ক কয়েকটি প্রকল্প উদ্বোধনকালে দেয়া বক্তৃতায় বলেন, গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে তার দেশ অত্যন্ত ভালো অবস্থায় আছে।
রুহানি বিবৃতিতে খাদ্য এবং অন্যান্য মৌলিক পণ্য সরবরাহের ক্ষেত্রে তার দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ইরান পঞ্চম বারের মতো গম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে যা নজিরবিহীন। প্রেসিডেন্ট রুহানির নির্দেশে পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশে কৃষি মন্ত্রণালয়ের অধীন ১২৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।