জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মহামারি কোভিড-১৯ মোকাবেলার ক্ষেত্রে কোটি কোটি প্রতিবন্ধী মানুষের কথা মনে রাখতে বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, সাধারণ সময়েই প্রতিবন্ধীরা শিক্ষা, স্বাস্থ্য ও আয়ের সুযোগ থেকে বঞ্চিত হয়। মহামারি এই অসমতাকে আরো তীব্র করেছে, যা নতুন নতুন হুমকি তৈরি করছে।
গুতেরেস বলেন, প্রতিবন্ধীদের মহামারি মোকাবেলা এবং পুনরুদ্ধার পরিকল্পনার কেন্দ্রে রাখতে আমি সরকারগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, মহামারির এই সময়ে স্বাস্থ্য ও জীবন রক্ষার প্রক্রিয়ায় এইসব প্রতিবন্ধী লোকের সমানাধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে। খবর বাসস
আজকের বাজার/আখনূর রহমান