করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে এডিবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রার্দুভাব মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

ঢাকায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে এডিবি’র আবাসিক প্রধান মনমোহন প্রকাশ এ আগ্রহের কথা জানান।

বৈঠকে করোনাভাইরাসের মত প্রার্দুভাব মোকাবেলায় সরকারের প্রস্তুতি,এর অর্থনৈতিক প্রভাব এবং এডিবি’র সহায়তার বিষয়টি আলোচনা হয়।

শনিবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মনমোহন প্রকাশ বলেন,‘করোনাভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার এডিবি’র কাছে সহায়তা চেয়েছে। দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে আমরা বাংলাদেশকে এই দুর্যোগপূর্ণ সময়ে সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি জানান, সরকার ও অন্যান্য অংশীদারদের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে এডিবি ইতোমধ্যে আর্থিক সহায়তা ছাড় করানোর প্রক্রিয়া শুরু করেছে।

সম্প্রতি করোনাভাইরাসের বিশ্বব্যাপী প্রার্দুভাব মোকাবেলায় উন্নয়ন সহযোগি দেশগুলোর জন্য এডিবি ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ২০ কোটি মার্কিন ডলার ব্যয় করা হবে করোনাভাইরাস প্রতিরোধক ওষুধ প্রস্তুত ও সরবরাহের জন্য। সূত্র -বাসস

আজকের বাজার / এ.এ