ব্রিটেন মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় দফা বিস্তার মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেডক্রসসহ অন্যান্য গ্রুপগুলোকে আরো কয়েক কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সরকার বলছে, তারা কোভিড ১৯ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তায় ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে ২৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার দান করবে। আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী অ্যান ম্যারি ট্রেভিলিয়ন এক বিবৃতিতে বলেন, ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যসেবা জোরদার করলেই কেবল ব্রিটিশ জনগনকে রক্ষায় আমাদের উদ্যোগ কার্যকর হবে।
তিনি বলেন, যুক্তরাজ্যের এই নতুন সাহায্য দরিদ্র দেশগুলোতে ভাইরাস সংক্রমণ রোধে সহায়ক হবে। এর মানে আমরা খুব শিগিরই বৈশ্বিক মহামারির অবসান ঘটাতে পারবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেডরস আধানম গেব্রিয়েসিস যুক্তরাজ্যের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এ বিষয়ে আমরা সকলে একজোট আছি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান দাতা দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থ না দেয়ার হুমকি দিয়েছেন। তার অভিযোগ-করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম দিকে সংস্থাটি চীনের হয়ে কাজ করেছে। ট্রাম্প শুক্রবার বলেন, মার্কিন অর্থায়নের বিষয়ে আগামী সপ্তাহে তিনি তার ঘোষণা দেবেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান