করোনা: যুক্তরাষ্ট্রসহ ৬ দেশে বিজিসি টিকা দেয়া শুরু

করোনাভাইরাসের চিকিৎসায় বিজিসি ভ্যাকসিন দেয়া শুরু করেছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ ৬ দেশ। OPV ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে বাল্টিমোর ভিত্তিক গ্লোবাল ভাইরাস নেটওয়ার্ক।

তবে বিশেষজ্ঞদের শঙ্কা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন প্রয়োগ ঝুঁকিপূর্ণ।

করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত প্রাণহানি ১ লাখ ১৯ হাজার ৬৬৬ জন। আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে।

এমন শঙ্কার মাঝে কিছুটা আশার আলো শনাক্তকরণ পরীক্ষা নিয়ে। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে মাত্র ৫ মিনিটে মিলছে পরীক্ষার ফল। নিউইয়র্কসহ ৬ রাজ্যে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান চালু নিয়ে মুখোমুখি অবস্থানে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্টই সব সময় সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার রাখেন। বেশিরভাগ রাজ্য লকডাউন তুলে নিতে চাইছে। তবে এটা হতে হবে, অবশ্যই নিরাপদে।’

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, ‘এটা ঠিক আপনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। চাইলে সরকার ব্যবস্থাপনা বদলে দিতে পারেন। তবে, অর্থনীতিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয় করেই প্রতিটি রাজ্য সচল করতে টিম গঠন করা হয়েছে।